ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
Brand Logo

অভিনয় শিল্পীদের আইনি সহায়তায় লিগ্যাল উইংস গঠন

প্রকাশিত: 03:36 PM, 01 April 2023

অভিনয় শিল্পীদের আইনি সহায়তায় লিগ্যাল উইংস গঠন

সংবাদ সম্মেলন অনুষ্ঠানে অভিনয় শিল্পী সংঘ

বিনোদন প্রতিবেদক

অভিনয় শিল্পীদের যে কোনো আইনি সহায়তা করতে ‘অভিনয়শিল্পী সংঘ’ এর উদ্যোগে একটি আইনি টিম গঠন করা হয়েছে । যার নাম দেয়া হয়েছে ‘লিগ্যাল উইংস অ্যান্ড ডায়ালগ’। গতকাল শনিবার (১- এপ্রিল) সন্ধ্যায় সংঘের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা হয়েছে।

লিগ্যাল উইংস ঘোষণা অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান, লিগ্যাল উইংস ঘোষণা করেন সভাপতি অহসান হাবীব নাসিম, সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সাজু খাদেম।

আইনি প্রক্রিয়ায় শিল্পীদের সব ধরণের সহযোগিতা করতে এই টিমে থাকছেন তিনজন আইনজীবী। তারা হলেন - অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, ব্যারিস্টার প্রীতু ফিরোজ ও অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল। এছাড়াও পরামর্শক হিসেবে থাকছেন পুলিশের সাইবার ক্রাইম বিভাগের এডিসি নাজমুল ইসলাম ও এডিসি খন্দকার লেনিন। পুরো টিমের সমন্বয়ের দায়িত্ব পালন করবেন শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর।

সংবাদ সম্মেলন অনুষ্ঠানে  অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, আমাদের অভিনয়শিল্পী সংঘের প্রায় ১২ শত সদস্যের মধ্যে ৬০ শতাংশের বেশি নারী । আমরা দীর্ঘ দিন ধরে দেখছি, একজন নারী শিল্পী যখন কোনো হয়রানির মধ্যে পড়েন, তখন একাই বিষয়টা মোকাবিলা করতে যান। ওই সময় তাকে অনেক স্ট্রাগল করতে হয়। নানা রকম হুমকি-ধামকিও চলে। পুরুষ শিল্পীদের ক্ষেত্রেও এরকমটা দেখা যায়।  একজন শিল্পীর বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আসে, তখন সেটা সামাজিকভাবে চারদিকে বেশি ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতি যেন সম্মিলিতভাবে মোকাবিলা কর যায়, সেজন্যই আমরা একটি লিগ্যাল উইংস গঠন করেছি।

অভিনয় শিল্পী সংঘের সাধারন সম্পাদক রওনক হাসান জানান, আমাদের অভিনয় শিল্পী সংঘে ১২ শত সদস্য আছে। এখন থেকে সকল সদস্যদের জন্য সকল প্রকার আইনী নিরাপত্তা, সহায়তা, পরামর্শ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইবার বুলিং, অপপ্রচার এর প্রতিকারে এই লিগ্যাল উইংস কাজ করে যাবে ।

উক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অগ্রজ অভিনয়শিল্পী ডলি জহুল, অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, জোতিকা জ্যোতি, সাদিয়া জাহান প্রভা, এডিসি নাজমুল ইসলাম - সাইবার ক্রাইম - সিসিটিসি, এডিসি খন্দকার লেনিন - সিসিটিসি - ডিএমপি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তানভীর মাসুদ, মৌসুমী হামিদ ও তনিমা হামিদসহ আরো অনেকে। 

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Follow Us


সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || songbadsomoy.com

বিএনপির শীর্ষ নেতারা বিদেশে কোন কারণে, চিকিৎসা নাকি বৈঠক স্ত্রীর হাত-পা কেটে বিচ্ছিন্ন, স্বামী আটক রাজধানীর বনানী এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন '১৯৭১ : সেইসব দিন' চলচ্চিত্রের প্রতিনিধিদল জাতীয় শোক দিবস উপলক্ষে তোবারক বিতরণ 'বিটিভি'তে নেয়া হবে নতুন শিল্পী - অডিশন শুরু ১ সেপ্টেম্বর