নেত্রকোণায় নির্বাচনী প্রচার মঞ্চে ডিগবাজি দিয়েছেন আলোচিত চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে জেলার কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিগবাজি দেন তিনি। এর আগে তিনি নেত্রকোণা-৩ আসনের নৌকার প্রার্থী কেন্দ্রীয় ও আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের নির্বাচনী প্রচার করেন।
মঞ্চে তিনি নৌকার প্রার্থী অসীম কুমার উকিলের সমর্থনে বক্তব্য দেন এবং বক্তব্য শেষে বেশ কয়েকটি গানের অংশ বিশেষ উপস্থিত ভোটারদের গেয়ে শোনান জায়েদ খান।
জায়েদ খান বলেন, ‘আগামী ৭ জানুয়ারি আপনারা সবাই ভোট দিয়ে অসীম কুমার উকিল দাদাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। তা না হলে কিন্তু যেকোনো সময় যে কারও ঘরে ডিগবাজি দিয়ে ঢুকে যাব আমি।’
এ সময় উপস্থিত ছিলেন, নৌকার প্রার্থী অসীম কুমার উকিল, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন, বরেণ্য শিল্পী বাউল সালাম সরকার ও ফকির সাহাবুদ্দিনসহ স্থানীয় শিল্পী এবং আওয়ামী লীগসহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com